চিকিৎসাবিদ্যা / বিজ্ঞানচর্চায় নীলরতন সরকারের অবদান আলোচনা করো |



চিকিৎসাবিদ্যা
/ বিজ্ঞানচর্চায় নীলরতন সরকারের অবদান

 

    চিকিৎসাবিজ্ঞানে
বাংলা, ভারত তথা বিশ্বের দরবারে যাদের নাম উল্লেখযোগ্য তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব
বাঙালি চিকিৎসাবিজ্ঞানী নীলরতন সরকার। 1861 সালের 1 লা অক্টোবর তিনি দক্ষিণ 24 পরগনার
নেতড়ায় জন্মগ্রহণ করেন।

             জয়নগর হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারির
প্রাথমিক পরীক্ষায় পাশ করে তিনি sub-assistant সার্জনের চাকরি পান। কিন্তু জ্ঞানপিপাসু
চিকিৎসক এরপর এফ. এ এবং বি. এ পাশ করেন এবং পরের বছর একসঙ্গে এম. এ এবং এম. ডি পরীক্ষায়
সসম্মানে উত্তীর্ণ হন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি সি এল এবং
এল এল ডি উপাধি লাভ করেন। সুরেশপ্রসাদ সর্বাধিকারীর সঙ্গে একযোগে তিনি “কলকাতা
মেডিকেল স্কুল” প্রতিষ্ঠা করেন। বেলগাছিয়া “অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ
ও হাসপাতাল” (বর্তমান আর জি কর) প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। “চিত্তরঞ্জন
সেবা প্রতিষ্ঠান” এবং “কুমুদ শংকর রায়” যক্ষ্মা হাসপাতালের সভাপতি
হিসেবেও কাজ করেছেন। দীর্ঘদিন ক্যালকাটা মেডিকেল ক্লাব তিনিই প্রতিষ্ঠা করেন।


      শুধু চিকিৎসা নয় তিনি একজন শিল্পোদ্যোগী মানুষ ছিলেন। তিনিই প্রথম এদেশে
দূষণমুক্ত বিজ্ঞানসম্মত ট্যানারি, সার ও সাবানের কারখানা স্থাপন করেন। শিক্ষিত যুবক
যুবতীদের প্রশিক্ষণের জন্য “বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট”, “যাদবপুর
ইঞ্জিনিয়ারিং কলেজ” প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

        তিনি ছিলেন আদর্শ মানবতাবাদী। তাঁর সারা জীবন তিনি মানব সেবায় নিয়োজিত
করেছিলেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত চিকিৎসকদের গ্রামে গিয়ে চিকিৎসা করায় অনুপ্রাণিত
করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণার বিষয় ছিল “সিরোসিস অফ লিভার ইন চিল্ড্রেন”,
এছাড়া “ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন” পত্রিকায় তাঁর জনস্বাস্থ্য বিষয়ক
আলোচনাগুলি চিকিৎসাশাস্ত্রের অগ্রগতির সহায়ক হয়ে উঠেছিল। সিরাম, ভ্যাকসিন ইত্যাদি
উৎপাদনের জন্য তিনি বিধানচন্দ্র রায় এবং কৈলাস চন্দ্র বসুর সহযোগিতায় “বেঙ্গল
ইমিউনিটি” প্রতিষ্ঠা করেন। এককথায় চিকিৎসাবিদ্যায় নীলরতন সরকারের
  অবদান অভাবনীয় এবং অনস্বীকার্য।


      Leave a Comment

      Your email address will not be published. Required fields are marked *

      WhatsApp Group Join Now
      Telegram Group Join Now
      Instagram Group Join Now
      Scroll to Top